এম আই গাউছঃ মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখলাছপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯খ্রিঃ এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে ৮জন। এর
মধ্যে মেয়ে ৬জন পক্ষান্তরে ছেলে ২জন। এখলাছপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্তরা হলো-
1.মুক্তা মুনিয়া, 2.হাসিবা আক্তার, 3.তামান্না আক্তার, 4.নাজিয়া নওশিন তাজিম, 5.সামিয়া আক্তার, 6.নওশিন ইসলাম মারিয়া, 7.রাইসুল ইসলাম শাওন 8.সৌরভ চন্দ্র ঘোষ।
ফলাফলের বিষয়ে স্কুলে প্রধান শিক্ষক মিজানুর রহমান জানায়, স্কুলটি বরাবরই ভাল ফলাফল করে আসছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম আর মানসন্মত শিক্ষার লক্ষ্যে স্কুল পরিচালনা কমিটির আন্তরিকপূর্ন সহযোগীতার কারনেই এবারের ভাল ফলাফল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS