কালের সাক্ষী বহনকারী মেঘনা নদীর তীরে গড়ে উঠা মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ৯ নং জহিরাবাদ ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ জহিরাবাদ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ক্ষেএে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
০১) নাম : ৯ নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ।
০২) আয়তন : ৩১৬২ বর্গ মিটার (প্রায়)।
০৩) লোক সংখ্যা : ১৮৯৮৪ জন।
০৪) মোট ভোটার সংখ্যা : ১১,১৫৫ জন।
ক) পুরুষঃ ৫,৫২৩ জন, খ) মহিলাঃ ৫,৬৩২ জন।
০৫) গ্রামের সংখ্যা : ১৩ (পনের)।
০৬) মৌজার সংখ্যা : ০৪ টি।
০৭) হাট বাজার সংখ্যা : ০১ টি।
০৮) উপজেলা থেকে যোগাযোগের মাধ্যমঃ রিক্সা, অটো, সিএনজি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস