এম আই গাউছঃ মানুষ মানুষের জন্য, আসুন আমরা সবাই আর্ত মানবতার সেবাই কাজ করি, এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় যুব সমাজের উদোগে ঘুর্নঝড় ফণীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চর উমেদ ১২০ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যাক জনকে ২ লিটার বিশুদ্ধ পানি, ১ কেজি চিরা ও আধা কেজি চিনি দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাশিষ ঘোস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুব সমাজের আহবায়ক ইমরান হোসেন সরকার, আনিছুর রহমান প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস